সমাজসেবী সাহায্যে ঘরের ছেলে ফিরলো ঘরে
মোঃ নাওয়াজ শরীফ, বঙ্গভারতী নিউজ, বীরভূম: টানা ৯২ দিনের কঠিন লড়াইয়ের পর ঘরের ছেলে ফিরলো ঘরে। তামিলনাড়ুতে কাজ করতে এসে ভুয়ো সাইবার অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয় ২১ বছর বয়সী বীরভূম জেলার পাইকর থানার কাঠিয়া গ্রামের পরিযায়ী শ্রমিক আশিক শেখকে। ঘটনার খবর শুনে মাথায় বাজ পড়ে পরিবারের। বিভিন্ন জায়গায় ঘুরেও সাহায্য পাননি আসিফের বাবা। কিন্তু অবশেষে সাহায্যের হাত বাড়ান সমাজসেবী মহম্মদ রিপন। তিনি ছাড়িয়ে আনেন আশিক শেখকে।
ঘটনা প্রসঙ্গে আসিফের বাবা মনিরুল শেখ বলেন, “আমাদের ছেলে গ্রেফতার হয়েছে শুনে প্রচন্ড ভেঙে পড়েছিলাম। আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিল এবং ওকে হাসপাতালে ভর্তি করাতে হয়। আমরা কোনভাবেই মানতে পারছিলাম না ব্যাপারটা। চারিদিকে ঘুরেছি সাহায্যের জন্য কিন্তু কেউ এগিয়ে আসেনি। তখনই আমাকে একজন মহম্মদ রিপনের কথা বলে। আমি রিপনকে সব কথা খুলে বলি এবং সাহায্যের অনুরোধ করি। আমাদের কথা শুনে ও আমাদের আশ্বাস দেয় যে যেভাবেই হোক ও আমাদের ছেলেকে ঘরে ফিরিয়ে আনবেই।”
অন্যদিকে রিপন বলেন, “আমি পুরো ঘটনা শুনে তামিলনাড়ুতে কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করি। ওদের সমস্ত বিষয় জানাই এবং ওদের সহযোগিতায় কাজ শুরু করি। আসিফকে ছাড়িয়ে আনতে আমার বন্ধু অলোক আমায় প্রচন্ড সাহায্য করেছে। ডিস্ট্রিক্ট কোর্ট বহুবার ওর বেল ক্যানসেল করেছিল। অবশেষে আমরা সেশন কোর্ট যাই এবং ৯২ দিন পর মঞ্জুর করা হয় ওর জামিন। আমাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল।”
উল্লেখ্য, আজকের দিনে পরিযায় শ্রমিকদের নানা বিপদের মুখোমুখি হতে হচ্ছে। কোথাও প্রাপ্য বেতন দেওয়া হচ্ছেনা, কোথাও আবার হত্যা করা হচ্ছে, আবার কোথাও তাদের ঘরে ফিরতে সমস্যা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের মতো করে লড়াই চালিয়ে যাচ্ছেন রিপন। তিনি একা হতেই সবকিছু সামলাচ্ছেন। নিজের কর্মের দমে তিনি হয়ে উঠেছেন পরিযায়ী শ্রমিকদের ভাইজান।