নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। আজকের থিম ‘বাংলাদেশ ও আফগানিস্তান দলের গুরুত্বপূর্ণ জয়’। কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
নিউজিল্যান্ডকে পরাজিত করে পরবর্তী রাউন্ডের দৌড়ে এগিয়ে গেল আফগানিস্তান
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বড়ো অঘটন ঘটিয়ে বসলো আফগানিস্তান। উগান্ডার পর এবার নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধেও বড় ব্যবধানে জয় পেল তারা। প্রথমে ব্যাট করে খুব বেশি রান তুলতে না পারলেও, দলের বোলাররা আসল কাজ করে দেখায়। ১০০ রানের নিচেই নিউজিল্যান্ডের সকল ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেয় আফগানিস্তানের বোলাররা। স্পিন ও পেস, দুই ম্যাজিকেই ঘায়েল হয়ে যায় কিউই বাহিনী।
অন্যদিকে, ম্যাচের শুরু থেকেই তেমন দাগ কাটতে সফল হয়নি নিউজিল্যান্ড। ১৬০ রানের নিচে কোনোভাবে আফগানিস্তানকে আটকাতে তারা সফল হয়। কিন্তু ব্যাট হাতে তারা যা করে দেখায়, তা একেবারেই প্রত্যাশিত ছিলোনা। প্রাক্তন ক্রিকেট তারকা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন যে অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলেই এই পরাজয়। অনেকে এটাও মনে করছেন যে আফগানিস্তানকে অত্যন্ত হালকাভাবে নিয়ে নিয়েছিল কিউই বাহিনী। সবমিলিয়ে, নিউজিল্যান্ডের পারফরম্যান্স হতাশ করিয়েছে সকলকে।
ম্যাচের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয় আফগানিস্তান দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটার, তথা কলকাতা নাইট রাইডার্স তারকা, রাহমানুল্লা গুরবাজকে। এদিন ব্যাট হাতে তিনি একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং দলকে একটি সম্মানজনক টোটালে পৌঁছান। বলা যায় যে তাঁর ব্যাটের উপর ভর করেই ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে সফল হয়েছে আফগানিস্তান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি দলের জয় ও নিজের ইনিংস নিয়ে খুশি প্রকাশ করেন।
রাহমানুল্লা গুরবাজ বলেন, “এর চেয়ে আর ভালো কিছু হতে পারেনা কারণ আমরা এই জয়ের জন্য গত তিন বছর ধরে অপেক্ষা করেছি। এর আগেও আমরা নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছি, তবে ওরা আমাদের হারিয়েছিল। কিন্তু অবশেষে এবার আমরা ওদের পরাজিত করলাম। প্রথম থেকেই আমাদের মধ্যে আশা ও বিশ্বাস দুটোই ছিল। আমাদের মধ্যে এই আত্মবিশ্বাসটা ছিল যে আমরা যেকোন বড় দলকে পরাজিত করতে পারবো।”
এরপরই নিজের ও দলের পারফরম্যান্স প্রসঙ্গে মুখ খোলেন গুড়বাজ। তিনি বলেন, “উইকেটটা একেবারেই সহজ ছিলোনা, তবে আমরা যে টোটাল বোর্ডে তুলেছি, সেটার জন্য আমি খুবই খুশি। আমার শুরুটা একেবারেই ভালো হয়নি, যদিও তারপরে মাথা ঠান্ডা রেখে আমি খেলি। দলের সকল বোলার ভালো বোলিং করেছে। ক্রেডিট ওদেরও প্রাপ্য। ওরা নিউজিল্যান্ডের মতো এক শক্তিশালী দলের বিরুদ্ধে যেমন বোলিং করেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য।”
জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ, লাগাতার হেরে চরম চাপে শ্রীলংকা
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ একেবারেই ভালো যাচ্ছেনা শ্রীলঙ্কা ক্রিকেট দলের জন্য। অনেকটা পিছিয়ে পড়লো টুর্নামেন্টে তারা। এখনো অবধি দুটি ম্যাচ খেলেছে তারা এবং দুটিতেই শিকার হয়েছে পরাজয়ের। সুতরাং পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা হয়ে গেল অনেক কঠিন। পরবর্তী রাউন্ডের টিকিট পাকা করতে হলে শুধু জয় নয় একেবারে বড় ব্যবধানের জয় পেতে হবে তাদের। পাশাপাশি, তাদের গ্রূপের বাকি দলগুলি কেমন পারফর্ম করছে, সেটার দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। বলা যায় যে এবার পুরোপুরি অংকের খেলার উপর নির্ভর করছে শ্রীলংকার পরের রাউন্ডে যাওয়া।
অন্যদিকে, জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল। যদিও সামান্য কয়েকটা রান তাড়া করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় তাদের। শ্রীলংকার বোলারদের সামনে একসময়ে তাদের প্রচন্ড কষ্ট করতে দেখা যায় রান তুলতে। ৮ উইকেট হারায় তারা। অর্থাৎ দুই উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে বাংলাদেশ। তাদের আটকানোর সবরকম চেষ্টা করে শ্রীলংকা কিন্তু শেষ অবধি তারা সফল হয়নি। ১৯ ওভার পর্যন্ত ম্যাচ টানে তারা। তবে প্রাক্তন ক্রিকেট তারকা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন যে আরও কিছুটা রান বোর্ডে তুলতে পারলে হয়তো জয় নিশ্চিত করতে পারতো শ্রীলঙ্কা ক্রিকেট দল। প্রশংসা করে তাদের লড়াইয়ের।
ম্যাচের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয় বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ বোলার রিসাদ হোসেনকে। এদিন চার ওভার বল করে ২২ রান দিয়ে তিনি নিজের ঝুলিতে তোলেন তিনটি উইকেট। এছাড়াও এই দিন রিশাদের কাছে একটি সুযোগ এসেছিল হ্যাটট্রিক করার। তবে তিনি তা করে দেখাতে সফল হননি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি নিজের পারফরমেন্স ও দলের জয়ে খুশি প্রকাশ করেন। রিসাদ হোসেন বলেন, “আজকের ম্যাচে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং যেটা আমার প্রধান শক্তি, আমি সেটার উপরই বেশি গুরুত্ব দিয়েছি। যখন আমি হ্যাটট্রিক বল করতে আসছিলাম, তখনও আমি খুবই সাধারণ রাখার চেষ্টা করি। আমার প্রধান লক্ষ্য ছিল যে কিভাবে একটা ভালো বল করবো আর ওদের বিপাকে ফেলবো।”
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।