নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। আজকের থিম প্রার্থীদের নিয়ে এতদিন ধরে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আজ সারাদিন’এ দেখানো হবে আজ এটাই। দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বললেন তৃণমূল সুপ্রিমো?
উত্তর কলকাতার লোকসভা কেন্দ্র থেকে এবার শাসকদল তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলের বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। একাধিকবার তাঁর সমর্থনে জনসভা ও রোড শো করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা দলের সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। দুটিতেই দলীয় কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও ভোট দেওয়ার জন্য তিনি অনুরোধ করেন সকলকে।
বউবাজারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদি সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, “সাহস থাকলে মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে সকলকে দেখান গত ১০ বছরে কি কাজ করেছেন। আপনি জায়গা ঠিক করুন। আমাকে যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাবো। আপনি টেলিপ্রম্পটার দেখে ও ১০জন আধিকারিককে সঙ্গে নিয়েই বলুন। আমি একাই থাকবো। বলুন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সাহস আছে এক মঞ্চে দাঁড়িয়ে? চ্যালেঞ্জ গ্রহণ করুন থাকলে। গত দশ বছরে কোন কাজটা আপনি করেছেন সেটা মানুষকে বলুন।”
দমদম লোকসভার প্রার্থী সৌগত রায়কে নিয়ে কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী?
লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বরাবরই দমদম লোকসভা কেন্দ্রকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে মানা হয়। এবার সেখানে দলের প্রার্থী হিসেবে প্রভাবশালী নেতা সৌগত রায়কে মনোনীত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সমর্থনেও একাধিকবার জনসভা ও রোড শো করেছেন তৃণমূল সুপ্রিমো। বাকিবারের মতো এবারও মুখ্যমন্ত্রীকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছিল। গেরুয়া শিবিরকে আক্রমণ করার পাশাপাশি সৌগত রায়কেও ভোট দেওয়ার জন্য তিনি অনুরোধ করেন উপস্থিত সকল স্থানীয় মানুষকে।
বাগুইআটির জনসভা থেকে নজরুল দিবস পালন করা হয় এবং এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অদিতি মুন্সী ও ইন্দ্রনীল সেনের গানে গলা মেলান। এরপরই বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “আমার মধ্যে সেই বিশ্বাস হয়েছে যে এই বিজেপি সরকারকে উপরে ফেলতে পারি। গ্যারান্টি দিয়ে কথা না রাখলে সেটা ফোর টোয়েন্টি। উনি বলেছিলেন ২ লক্ষ চাকরি দেবেন। কিন্তু আজ চাকরি দিলেও খেয়ে নিচ্ছে। উনি সকলকে চোর-ডাকাত বলছেন। আসল চোর-ডাকাত উনি নিজেই।”
যাদবপুর লোকসভার প্রার্থী সায়নী ঘোষকে নিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এবারের লোকসভা নির্বাচনে বদলানো হয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তীর জায়গায় এবার সেই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে দলের এক দাপুটে নেত্রী সায়নী ঘোষকে। তাঁর সমর্থনেও করা হয় একাধিক রোড শো ও জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে পা মেলান দলের একাধিক প্রভাবশালী নেতা ও অজস্র কর্মী ও সমর্থক। বরাবরই মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করেন। এবারও তার ব্যতিক্রম হলোনা। মঞ্চ থেকে তিনি একাধিক ইস্যু নিয়ে মোদি সরকারকে আক্রমণ করেন। পাশাপাশি, তিনি সায়নী ঘোষকে ভোট করার অনুরোধ করেন সকলকে।
বারুইপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “প্রয়োজন আছে আমি বিজেপির মিথ্যাচারের জবাব দেওয়ার। ওদের ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করুক। আপনি আর বেশিদিন থাকবেন না। ৪ তারিখ পর্যন্ত আপনার আয়ু। কোথাও না কোথাও উনি ঢুকে বসে থাকেন। প্রতিবার নির্বাচনের শেষ দফার ৪৮ ঘন্টা আগে উনি এমনটাই করেন। স্বামীজীর প্রিয় স্থানে উনি বসে ধ্যান করবেন। উনি যদি দেবতার থেকেও বড় দেবতা হন, তাহলে ওনার ধ্যান করার কী প্রয়োজন? লোকে ওনার ধ্যান করবে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো কারণ নির্বাচনের পর কেউ এভাবে প্রচার করতে পারেনা। সংবাদমাধ্যম ওনার ধ্যান করা দেখাতে পারেনা কারণ তা ভঙ্গ করে নির্বাচনী আচরণবিধি।”
ডায়মন্ড হারবার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বরাবরের মতো এবারও শাসকদল তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলের সেনাপতি, তথা যুবদের আইকন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলের বাকি প্রার্থীদের মতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়েও প্রচার করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলের দুই বড় মাথাকে একসাথে মঞ্চে দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা এসে ভিড় জমায়। বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ভোট দেওয়ার জন্য তৃণমূল সুপ্রিমো অনুরোধ করেন সকলকে।
মেটিয়াবুরুজের সভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করে বলেন, “বিজেপিকে ভয় পাইনা আমরা। আমি জীবনে এরকম মিথ্যাবাদী প্রধানমন্ত্রী দেখিনি। উনি কাকদ্বীপে গিয়ে বলেছেন যে উনি পাড় বাঁধানোর টাকা দিয়েছেন। একটা টাকাও উনি দেননি। আমি খোঁজ নিয়ে দেখেছি। ওনাকে মিথ্যাবাদী বলবোনা তো আর কি বলবো?”
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।