নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। আজকের থিম ‘আইপিএলে কার সম্ভবনা কতো’। কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
দেখতে দেখতে শেষ হয়ে গেল চলতি আইপিএলের গ্রুপ পর্ব। প্লে অফে উঠে গেল চারটি দল – কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়েলস। প্রায় অধিকাংশ ম্যাচই হাড্ডাহাড্ডি হয়েছে। যেমন পরাজয়ের মুখ থেকে জয় পেয়েছে বহু দল, তেমনি জয়ের মুখ থেকেও পরাজয়ের শিকার হতে হয়েছে বহু দলকে। সবমিলিয়ে, একেবারে কাঁটায় কাঁটায় লড়াই করে প্লে অফে উঠেছে দলগুলি।
কিন্তু মঙ্গলবার, অর্থাৎ ২১শে মে, শুরু হচ্ছে প্লে অফ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে খেলবে দুজনে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শুরু হবে ম্যাচ। প্রথম দুইতে রয়েছে কলকাতা ও হায়দ্রাবাদ। তিনি রয়েছে রাজস্থান এবং চারে আরসিবি। যদিও এবারের টুর্নামেন্টে সবচেয়ে নজরকাড়া কান্ড ঘটিয়েছে আরসিবি। প্লে অফে যাওয়ার কথাই ছিলোনা বিরাট কোহলিদের, কিন্তু লাগাতার জয়ের জেরে তারা পৌঁছে যায়। চলুন এবার দেখে নেবো কার কতটা সম্ভবনা রয়েছে জয়ের।
কলকাতা নাইট রাইডার্স
চলতি আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং হোক কি বোলিং, দুই বিভাগই রয়েছে দারুণ ছন্দে। একেবারে আগ্রাসি ক্রিকেটের উদাহরণ তুলে ধরেছে তারা। যদিও ফিল সল্ট ফিরে গেছেন নিজের দেশে। তবুও ব্যাটিং বিভাগ এখনো বেশ শক্তিশালী।
মনে করা হচ্ছে যে আফগানিস্তানের বিধ্বংসী উইকেটরক্ষক ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজ সুনীল নারিনের সঙ্গে ওপেন করে সেই কাজটি করে দেখাবে যা এতদিন ফিল সল্ট করে চলেছিল। বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদের মতো শক্তিশালী ব্যাটিং দলের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হবে এই জুটি।
এছাড়াও দলের ব্যাটিংয়ে আরো দুই বড় শক্তি হল রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল। দুজনেই শেষে নেমে তাড়াতাড়ি রান করতে পারে। অন্যদিকে বল হাতে লাগাতার পারফর্ম করে চলেছে সুনীল নারিন ও বরুন চক্রবর্তী। এর সঙ্গে বাড়তি শক্তি নাইটদের হল ডেথ ওভারে হার্ষিত রানার দুর্দান্ত বোলিং পারফর্মেন্স। সবমিলিয়ে, এবারের ট্রফির প্রধান দাবেদার হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। এবার দেখার শেষে কি করে।
সানরাইজার্স হায়দ্রাবাদ
চলতি মরশুমে এক আলাদা সানরাইজার্সকে দেখা গিয়েছে বলে দাবি করছে প্রাক্তন ক্রিকেট তারকা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা। গত কয়েকটি মরশুম একেবারেই ভালো যায়নি তাদের। তবে এবার এক অন্যরকমের পারফরমেন্স এসেছে দলের থেকে। বিশেষ করে তাদের ব্যাটিং নজর কেড়েছে সকল ক্রিকেটপ্রেমীর। বেশ কয়েকটি ম্যাচে তারা ২৫০ রানের গন্ডি পার করেছে। যা বড় টুর্নামেন্টে খুব কমই দেখা গেছে।
তবে দলের একটা সমস্যা হল যে ফল হাতে তেমন প্রভাবশালী বোলিং কেউ তেমন দেখাতে পারেনি। বহু প্রাক্তন ক্রিকেট তারকা বরাবরই দাবি করেছেন যে গোটা দলটাই ব্যাটিংয়ের উপর দাঁড়িয়ে রয়েছে, যা একটা সময়ে এসে অনেক চাপে ফেলবে তাদের।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
চলতি আইপিএলে প্রথমদিকে একেবারেই ছন্দে ছিলোনা রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরপর ম্যাচ হারছিল তারা। একটি ম্যাচে জয়ের পর লাগাতার ছটি ম্যাচে পরাজিত হয়েছিল তারা। কিন্তু তারপরই তারা আচমকা ঘুরে দাঁড়ায় এবং জিতে ফেলে গ্রুপ পর্বের নিজেদের শেষ ছটি ম্যাচ এবং টিকিট পাকা করে নেয় প্লে অফের। বলা যায়, এই মুহূর্তে সবচেয়ে আলোচ্য বিষয় আরসিবির ঘুরে দাঁড়ানো। দলের প্রধান শক্তি হলো টিম ইন্ডিয়ার চেজ মাস্টার বিরাট কোহলির ধারাবাহিকতা। প্রায় প্রতিটা ম্যাচেই তিনি রান পেয়েছেন ব্যাট হাতে। যদিও দলকে এক আশার আলো দেখিয়েছে উইল জ্যাক্স। তবে বোলিং বিভাগ কিছুটা হলেও চিন্তায় রাখবে দলকে। কিন্তু ধারাবাহিকতা দেখিয়েছেন তরুণ পেসার মহাম্মদ সিরাজ।
রাজস্থান রয়েলস
এবারের আইপিএলে প্রথমদিকে একেবারে সকলের আতঙ্ক হয়ে উঠেছিল রাজস্থান রয়েলস। সঞ্জু স্যামসন, রিয়ান পারাগ, জস বাটলারদের ব্যাটিং রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল সব দলকে। তবে হঠাৎ তাল কাটে দলের। শেষ কয়েকটি ম্যাচ হারে তারা। প্লে অফে উঠলেও খুব একটা শান্তিতে নেই দল। লাগাতার পরাজয় মনে ভয় ধরিয়েছে তাদের। তবুও তাদের হালকাভাবে নেবেনা কোন দল। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন যে প্লে অফে হয়তো আবার ছন্দে ফিরতে পারে রাজস্থান। তবে এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি করতে পারে তারা।
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।