নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। আজকের থিম আরসিবির চেন্নাইকে হারিয়ে প্লে অফে যাওয়া। কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
চলতি আইপিএলে অসম্ভবকে সম্ভব করে দেখালো ফ্যাফ ডু’প্লেসি বাহিনী, অর্থাৎ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার, অর্থাৎ ১৮ই মে, তারা পরাজিত করলো আইপিএলের এক শক্তিশালী ও জনপ্রিয় দল হিসেবে পরিচিত চেন্নাই সুপার কিংসকে, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি বাহিনীকে। তবে শুধু জয় নয়, এই জিতের সঙ্গে তারা টুর্নামেন্টের প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করলো। পরবর্তী অধ্যায় যাওয়ার কথাই ছিলোনা বেঙ্গালুরুর প্রথমদিকে। কিন্তু লাগাতার জয়ের জেরে তারা ঘুরে দাঁড়ায় এবং এলিমিনেটরের টিকিট পাকা করে নেয়।
এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ২১৮ রান তোলে বেঙ্গালুরু। অর্ধশতরাণ করেন অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি। এছাড়া ব্যাট হাতে অবদান রাখে বিরাট কোহলি, রজত পতিদার ও ক্যামেরণ গ্রীনও। এখানেই শেষ নয়, শেষেরদিকে নেমেই আক্রমণ করতে শুরু করে দীনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েল। জবাবে রান তাড়া করতে নেমে চেন্নাই শেষ করে ১৯১ রানে পুরো ২০ ওভার খেলে। প্লে ওফ খেলার জন্য মাহিদের দরকার ছিল ২০১ রান, কিন্তু তারা সেটা করতে পারেনি এবং সেই কারণেই পরবর্তী অধ্যায় পৌঁছে যায় বিরাট কোহলিরা। একেবারে হাসিমুখে স্টেডিয়াম ছাড়ে বেঙ্গালুরুর সমর্থকেরা। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিই।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি জয় প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, “এটা দারুণ একটা রাত ছিল দলের জন্য। জিততে পেরে খুব ভালই লাগছে আমাদের সকলের। অবিশ্বাস্য এবং দুর্দান্ত একটা পরিবেশ আজ আমরা পেয়েছি। ঘরের মাঠে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করার অনুভূতিটাই আলাদা। বেশ ভালো লাগছে। যখন আমরা প্রথমে ব্যাট করতে নেমেছিলাম তখন পিচ দেখে মনে হচ্ছিল যে আমার টি-টোয়েন্টি ক্রিকেট জীবনের সবচেয়ে কঠিনতম পিচে খেলছি।
তিনি আরো বলেন, “যখন বৃষ্টির পর খেলা চালু হলো আমি আর বিরাট কথা বলছিলাম যে ১৪০ রান থেকে ১৫০ রান করলেই যথেষ্ট ম্যাচ জেতার জন্য। আম্পায়ারদের কথাবার্তা থেকে যা জানতে পারলাম যে পিচে বহুত বৃষ্টি হয়েছে কিন্তু ম্যাচটা খেলতেই হবে এবং সেটার যুক্তি আছে। যখন আমরা ফিরে এলাম তখন আমি মিচ সেন্টনারকে বলছিলাম যে মনে হচ্ছিল যেন রাঁচিতে টেস্ট ম্যাচের অন্তিম দিনের খেলা হচ্ছে এবং আমি এখনো বিশ্বাস করতে পারছিনা যে আমরা ২০০ রানের বেশি করেছি।”
এরপরই আরসিবি অধিনায়ককে প্রশ্ন করা হয় শেষ ছয় ম্যাচে জয় প্রসঙ্গে। সেই প্রশ্নের উত্তরে ফ্যাফ ডু’প্লেসি বলেন, “শেষ ছটি ম্যাচে আমাদের দলের ব্যাটাররা বেশ আগ্রাসী ব্যাটিং করেছে এবং ওদের সকলের স্ট্রাইক রেটও দুর্দান্ত ছিল। এটা ঠিক যে প্রথম দিকে আমরা আসলো ছিলাম এবং আমরা আরো আগ্রাসন চাইছিলাম এবং আমরা সেটা করতে পেরেছিও। আমরা ১৭৫ রান ডিফেন্ড করছিলাম। কিন্তু ওটা একটা পর্যায়ে এসে অনেক কাছাকাছি এসে গেছিল, বিশেষ করে যখন মহেন্দ্র সিং ধোনি ক্রিজে ছিল। আমাদের মনে হচ্ছিল যে এরম কাজ ধোনি এর আগে অনেকবার করেছে। যেভাবে আমরা ভিজে বল দিয়ে বল করলাম সেটা অবিশ্বাস্যকর। আমরা পাল্টানোর চেষ্টা করেছিলাম। আমি আমার এই ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কারটা যশ দয়ালকে দিতে চাই কারণ ও যেভাবে বোলিং করেছে সেটা সত্যিই প্রশংসার যোগ্য। একজন নতুন বোলার হিসেবে ও যেই কাজটা করে দেখিয়েছে, সেটার জন্য এই পুরস্কারটা ওর প্রাপ্য।”
তিনি আরো বলেন, “যখন ১৯ ওভার শেষ হয়ে গেছে এবং ২০ ওভার শুরু হবে, তখন আমি ওকে বলেছিলাম যে তুমি নিজের এবং নিজের প্রতিভার উপর বিশ্বাস রাখো। এই দিনটার জন্যই তুমি দীর্ঘদিন ধরে পরিশ্রম ও অনুশীলন করেছো। আমি ওকে আরো বললাম যে এই পিচটা এমন একটা পিচ যেখানে ইয়র্কার একটুও কাজ করবেনা এবং সেক্ষেত্রে বল থেকে পেস তুলে নেওয়াটা অত্যন্ত জরুরি এবং ওটাই কাজে লাগলো।”
শেষে ফ্যাফকে প্রশ্ন করা হয় দর্শকদের বিষয়ে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখানকার লোকেদের ক্রিকেটে প্রতি উন্মাদনাটা একটা অন্যরকমের। যখন আমরা লাগাতার পরাজয়ের শিকার হচ্ছিলাম, তখনও মানুষ আমাদের সমর্থন করেছে। যখন আমরা ড্রেসিংরুমে ছিলাম, তখন আমরা ভাবলাম যে এবার আমাদের দর্শকদের জন্য কিছু করে দেখাতে হবে। এখানে আসার পর একটা অন্যরকম পরিবেশ দেখলাম। চেন্নাই সুপার কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের আবহাওয়াটা দুর্দান্ত ছিল এবং আমরা দলের সকল ক্রিকেটার দর্শকদের লাগাতার সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। পরপর ছটি ম্যাচে আমাদের জয় দরকার ছিল এবং এটা ভালো ব্যাপার যে আমরা করে দেখিয়েছি। আমাদের প্রথম লক্ষ্য ছিল প্লে অফ খেলা এবং আমরা সেখানে পৌঁছে গেছি। এবার আমরা একটু রিল্যাক্স করবো। তবে শীঘ্রই অ্যাকশনে ফিরবো।”
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।