নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। আজকের থিম রিঙ্কু সিং স্পেশাল। কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
দলে জায়গা না পাওয়া নিয়ে কি বললেন রিংকু সিংয়ের বাবা?
আইপিএল শেষ হলেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই প্রায় সব টিম নিজেদের সংসার গুছিয়ে ফেলেছে। তাদের মধ্যে একজন টিম ইন্ডিয়াও। মঙ্গলবার, অর্থাৎ ৩০শে এপ্রিল, দলগঠন নিয়ে বৈঠক বসে এবং তারপরেই নিশ্চিত করা হয় ১৫জন ক্রিকেটারের নাম। বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটাররা জায়গা পেলেও, সুযোগ দেওয়া হয়নি বেশ কয়েকজন ক্রিকেটারদের যারা যাচ্ছে দুর্দান্ত ফর্মের মধ্যে দিয়ে।
এদের মধ্যে একজন কলকাতা নাইট রাইডার্স দলের বিধ্বংসী পিঞ্চ হিটার ব্যাটার রিঙ্কু সিং। শুধু আইপিএল নয়, জাতীয় দলের জার্সিতেও একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেছেন রিঙ্কু। অনেকেই আশা করেছিলেন এই মারকুটে ক্রিকেটার সুযোগ পাবেন আইসিসির আসন্ন বড় টুর্নামেন্টে। কিন্তু শেষ অবধি তা হয়নি এবং এর জেরে হতাশ হয়ে পড়েছে বহু ক্রিকেটপ্রেমী। বহু প্রাক্তন ক্রিকেট তারকারাও এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন।
কিন্তু এবার ছেলের ১৫ সদস্যের দলে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুললেন রিংকুর পরিবার। আলিগড়ের বাড়িতে বসে ভারত২- ভিশন অফ নিউ ইন্ডিয়ার সাক্ষাৎকারে রিঙ্কুর বাবা বলেন যে পরিবারের সকলের আশা ছিল যে ছেলে সুযোগ পাবে, কিন্তু দিনের শেষে না হওয়ায় সকলেই কষ্ট পেয়েছে। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন যে দলে জায়গা না পেলেও আমরা আনন্দিত।
রিংকুর বাবা বলেন, “দেখুন মনে তো অনেক আশা ছিল যে ও দলে জায়গা পাবেজ কিন্তু শেষ অবধি ও পেলোনা। আমার ছেলে দলে জায়গা পাবে ভেবে আগে থেকেই মিষ্টি ও বাজি কিনে রেখেছিলাম উদযাপন করার জন্য। কিন্তু তা আর হলোনা। আমরা ভেবেছিলাম ওকে বেছে নেওয়া হবে এবং ও প্লেইং একাদশেও থাকবে। কিন্তু ওকে নেওয়া হলোনা। তবুও ছেলে যা করেছে, এতদিন সেটার জন্য আমরা আনন্দিত।”
এরপরই নাইট তারকার বাবাকে প্রশ্ন করা হয় ছেলের মনের অবস্থা নিয়ে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “হ্যাঁ ওর মন তো ভেঙ্গে যাবেই জায়গা না পেয়ে। ওর মায়ের সঙ্গেও কথা বলেছে এবং ওর মায়ের মনও খারাপ ছেলে সুযোগ পায়নি বলে। ওর মাকে ও বলছিল যে প্লেইং একাদশে ও ১৫জনের দলে জায়গা পায়নি। কিন্তু তাও আমি আমেরিকায় যাবো।” যদিও কথাগুলো বলার সময় রিংকুর বাবার মুখে হাসি ছিল। কিন্তু সেটি যে খুশির হাসি নয়, বরং দুঃখের হাসি, সেটা বেশ স্পষ্ট ছিল।
টি২০ বিশ্বকাপে জায়গা না পাওয়ায় রিঙ্কুকে নিয়ে কি বললেন রোহন?
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হয়েছে ১৫ ক্রিকেটারের দল। বিরাট কোহলি ও রোহিত শর্মা জায়গা পেলেও বাদ গেছেন এমন অনেকে যাদের বাদ যাওয়ার কথা ছিলোনা। তার এক বড় উদাহরণ রিঙ্কু সিং। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই দুর্দান্ত পারফর্ম করে চলেছেন নাইট তারকা। শুধু পারফর্ম করাই নয়, বহু কঠিন জায়গা থেকেও তিনি জিতিয়েছেন দলকে ম্যাচ।
কিন্তু রিংকুর দলে জায়গা না পাওয়া চটিয়েছে বহু ক্রিকেটপ্রেমীদের। শুধু ক্রিকেটপ্রেমী নয়, এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন বহু প্রাক্তন ক্রিকেট তারকারাও। সকলেরই মত যে রিঙ্কু যেই ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে ওকে সুযোগ দেওয়া উচিত ছিল। ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে দাবি করছেন যে রাজনীতির জন্য নষ্ট হয়ে যাচ্ছে রিংকুর মতো বহু প্রতিভাশালী ক্রিকেটারের ভবিষ্যৎ। সবমিলিয়ে, এই তরুণ তারকার দলে জায়গা না পাওয়া জন্ম দিয়েছে বহু প্রশ্নের।
এক আলোচনায় ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের ছেলে রোহন গাভাস্কার এই প্রসঙ্গে দাবি করেন যে বহু ক্রিকেটার ভালো পারফর্ম না করা সত্ত্বেও নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। এরপরই তিনি স্পষ্ট করে দেন যে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য রিংকুর প্রতিভা ঠিকভাবে ফুটে ওঠেনি।
তিনি বলেন, “আইপিএলে এমন অনেক ক্রিকেটার আছে যারা নিজেদের দলের হয়ে তেমন পারফর্ম না করা সত্ত্বেও বিশ্বকাপ দলে জায়গা পেয়ে গেছে। মহাম্মদ সিরাজ আরসিবিকে উইকেট দেয়নি। সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সকে রান দেয়নি। তবু তারা সুযোগ পেয়েছে। রিংকুর ক্ষেত্রে যেই ব্যাপারটা হয়েছে সেটা হল ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য ও পর্যাপ্ত সুযোগ পায়নি নিজেকে তুলে ধরার। একবার শিবম দুবের ব্যাপারটা দেখুন। ওকে দলে কেন সুযোগ দেওয়া হয়েছে? ও ব্যাট হাতে লাগাতার রান পাচ্ছে বলেই ওকে সুযোগ দেওয়া হয়েছে। বল করার ও সুযোগ পায়নি এই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য।”
প্রসঙ্গত, জাতীয় দলের জার্সিতে রিঙ্কু সিং মোট ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাঁর মোট রানের সংখ্যা ৩৫৬ এবং গড় ৮৯। এছাড়াও দুটি অর্ধশতরান হাকিয়েছেন তিনি। তাঁর সর্বোচ্চ রান ৬৯ আফগানিস্তানের বিরুদ্ধে। এই পর্যন্ত সেটি তাঁর শেষ টি২০ ম্যাচ, যা টিম ইন্ডিয়া জিতেছিল সুপার ওভারে। যদিও রিজার্ভ খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে তাঁকে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত আইসিসির বড় টুর্নামেন্টে তিনি খেলার সুযোগ পান কিনা।
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।