নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। আজকের থিম বিরাট কোহলি স্পেশাল। কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
“কতগুলো ম্যাচ খেলেছে যে বিরাটের সমালোচনা করছে?” নিন্দুকদের কড়া প্রশ্ন এবিডির
ক্রিকেট বিশ্বে সময়ের সঙ্গে সঙ্গে একটা বড় নাম হয়ে উঠেছে বিরাট কোহলি। ব্যাট হাতে তিনি নিজের দল ও ফ্রাঞ্চাইজিকে উপহার দিয়েছেন একাধিক ম্যাচ। তিনি ক্রিজে নামলেই ১৪০ কোটি ভারতবাসী ধরে নেয় যে জয় তাদেরই হবে। বলা যায়, কিং কোহলি রীতিমতো বিপক্ষদলের বোলারদের কাছে একটি সন্ত্রাস। এছাড়াও ঝুলিতে রয়েছে একাধিক শতরান ও অর্ধশতরান। পাশাপাশি, ভেঙেছেন বহু তারকা ক্রিকেটারের রেকর্ড।
চলতি আইপিএলেও বিরাট কোহলি রয়েছেন দুর্দান্ত ফর্মে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ না জিতলেও, তিনি নিজের খেলার মাধ্যমে জয় করেছেন সকল ক্রিকেটপ্রেমীর মন। তবে তাঁর স্ট্রাইক রেট নিয়ে উঠছে প্রশ্ন। বহু প্রাক্তন ক্রিকেট তারকা ও ক্রিকেটপ্রেমী দাবী করেছেন যে একেবারেই দ্রুতগতিতে রান করতে পারেননি কিং কোহলি। কিন্তু বহু প্রাক্তন তারকা এমনও আছেন যারা মনে করছেন যে একেবারে সঠিক কাজ করে চলেছে বিরাট। তাঁদের বক্তব্য যে পরিস্থিতি অনুযায়ী একেবারে সঠিক সিদ্ধান্তের সঙ্গে নিজের ইনিংস খেলে গেছেন টিম ইন্ডিয়ার বর্তমান চেজ মাস্টার।
সেই সকল সমর্থকদের মধ্যে একজন কিং কোহলির একসময়ের সতীর্থ এবি ডিভিলিয়ার্স। প্রাক্তন প্রোটিয়া তারকা বিরাটের সমর্থনে এসে দাবি করেন যে তিনি যা করেছেন একদম ঠিক করেছেন। প্রাক্তন আরসিবি তারকা বলেন, “বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে অনেকেই দেখছি অনেক বড় কথা বলছে। সত্যি বলতে গেলে এগুলো বারবার দেখলে রাগ ছাড়া আর কিছুই হয়না। ও সর্বকালের সেরা ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট হোক কি আইপিএল, সবেতেই ও সাফল্য পেয়েছে। কিন্তু কিছু পন্ডিত আছে যাদের ক্রিকেট সম্বন্ধে কোন ধারণাই নেই কিন্তু লাগাতার সমালোচনা করে চলেছে বিরাটের। আমি তাদের এটাই প্রশ্ন করতে চাই যে তারা ঠিক কতগুলো ম্যাচ খেলেছে আর কটা শতরান করেছে আইপিএলে?”
তিনি আরো বলেন, “ব্যাট হাতে বিরাট নিজের আলাদা ছকে ব্যাটিং করেছে এবং এর জন্য দল বহু ম্যাচ জিতেছে। পুরো শিবিরের এবার একটা নতুন পরিকল্পনা করা উচিত কি করে ম্যাচ জেতা যায়। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বিরাট এখনো তিন নম্বরে ব্যাট করার জন্য সঠিক। কিন্তু ও বেশি ওপেন করতে ভালোবাসে এবং তা করে ওর রেকর্ডও দুর্দান্ত। ও যদি তিন নম্বরে ব্যাট করে আর উইল জ্যাক্স ও ফ্যাফ ডু’প্লেসি যদি ওপেন করে, তাহলে ব্যাটিং লাইনআপ মজবুত হবে। এছাড়া ও যদি তিন নম্বরে ব্যাট করে তাহলে আরো একটা সুবিধা যেটা হবে সেটা হল যে ওপেনাররা দ্রুতগতিতে রান করতে পারবে।”
এরপরই বিরাটের সুযোগ নিয়ে এবিডি বড় মন্তব্য করেন। তিনি বলেন, “বিরাটের কাছে এটাই একটা বড় সুযোগ যে ও নিজেকে চালক হিসেবে তুলে ধরতে পারবে, যেটা ও আগেও করেছে। তাছাড়া রইলো কথা স্ট্রাইক রেটের, তাহলে আমি এটাই বলবো যে সেটা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আমি জানিনা যে এই বেকার সমালোচনাগুলো কোথা থেকে আসছে। কিন্তু আমি এটাই বলবো যে এই মুহূর্তে ও দুর্দান্ত ব্যাটিং করছে এবং দলটাকে ভালো করে ধরে রেখেছে। এছাড়া আরো একটা সুবিধা হল যে ওর ব্যাটিংয়ের জন্য উইল জ্যাক্স ও দীনেশ কার্তিকের মতো ক্রিকেটাররা নিশ্চিন্তে খেলতে পারছে।”
বিরাটের পাশে সাইমন ডুল! “ওর পাত্তা দেওয়া উচিত নয়” জানালেন তিনি
চলতি আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠিয়েছে বহু প্রাক্তন ক্রিকেট তারকা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা। যদিও বিরাট নিজের ব্যাট দিয়ে নিন্দুকদের যোগ্য জবাব নিয়ে চলেছেন। ইতিমধ্যে, দশটি ম্যাচ খেলে তাঁর মোট সংগ্রহ ৫০০ রান। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা পান তিনি। সবমিলিয়ে, এই মুহূর্তে বিরাট কোহলি তাঁর স্ট্রাইক রেটের জন্য হয়ে উঠেছেন ‘টক অফ দা টাউন’।
তবে এবার বিরাট কোহলিকে এবি ডিভিলিয়ার্সের পর সমর্থনের হাত বাড়ালেন প্রাক্তন কিউই তারকা সাইমন ডুল। ক্রিকবাজে তিনি দাবি করেন যে কিং কোহলির এসব সমালোচনায় কান একেবারেই দেওয়া উচিত নয়। এখানেই শেষ নয়, সাইমন ডুল আরো জানান যে সোশ্যাল মিডিয়ায় কে কি বলছে, তা নিয়ে মাথাঘামানোর বিন্দুমাত্র দরকার নেই বিরাট কোহলির।
সাইমন ডুল বলেন, “আমি বুঝতে পারছিনা যে ও এগুলোকে এত গুরুত্ব দিচ্ছে কেন। ও একটা দুর্দান্ত ক্রিকেটার। ওর এগুলো নিয়ে চিন্তা করা একেবারেই উচিত নয়। লোকেই বা কেন ওর এত নিন্দা করছে? আমি শুধু দেখি ওর রেকর্ডগুলো। ও কেনই বা সাক্ষাৎকারগুলোয় এসব নিয়ে কথা বলে? ও যদি সোশ্যাল মিডিয়া এত দেখে, তাহলে আমি মনে করি যে ওর অন্যদিকে মন দেওয়া উচিত।”
তিনি আরো বলেন, “যেটা দেখে আমার আরো অবাক লাগে যে ও প্রতিমুহূর্তেই একই কথা বলে বেড়ায়। তাহলে ও কি নিজের স্ট্রাইক রেট নিয়ে চিন্তিত? আমি বাজি ধরে বলতে পারি যে ও সোশ্যাল মিডিয়া বেশি ঘাঁটছে এবং সেই কারণেই ওর এই কথাগুলো মাথায় ঘোরাফেরা করছে।”
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।