দেবজিৎ মুখার্জি: প্রয়াত বিখ্যাত তবলা বাদক উস্তাদ জাকির হোসেন। রবিবার, ১৫ই ডিসেম্বর, রাতে (ভারতীয় সময় অনুযায়ী) আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭৩। খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করতে শুরু করেন তাঁর ভক্তরা। পাশাপাশি, শোকপ্রকাশ করেন সিনেমা ও রাজনীতির জগতের বিশিষ্ট ব্যক্তিরাও।
এদিন উস্তাদজিকে হাসপাতালে ভর্তি করার পর তাঁর পরিবারের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, “উস্তাদ জ়াকির হুসেন অসুস্থ। আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় গুরুতর অবস্থায়। অনুরোধ রইলো আপনারা সকলে প্রার্থনা করুন তাঁর দ্রুত আরোগ্যের।” এরপরই চিন্তায় পড়ে যায় গোটা সঙ্গীত জগত সহ তাঁর ভক্তরা।
অন্যদিকে, সংবাদসংস্থা পিটিআইকে শিল্পী রাকেশ চৌরাশিয়া নিজের বক্তব্য পেশ করেন। তিনি বলেন, “এই মুহূর্তে খুব একটা ভালো নয় ওনার শারীরিক পরিস্থিতি। উনি আইসিইউতে রয়েছেন এবং আমরা সকলেই খুব চিন্তিত তা নিয়ে।” তবলার জাদুকরের ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, “রক্তচ্চাপের সমস্যা শুরু হয়েছিল উস্তাদজির এবং তারপরই তড়িঘড়ি তাঁকে সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি করানো হয়।”