নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
গার্ডেনরিচে ভেঙ্গে পড়লো নির্মীয়মাণ বহুতল! সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর, কটাক্ষ বিরোধীদের
রবিবার মাঝরাতে গার্ডেনরিচের ফতেপুর ব্যানার্জি বাগান লেনে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। এখনো পর্যন্ত এর জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চলছে উদ্ধারকাজ। মনে করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন মেয়র ফিরহাদ হাকিম ও দমকল মন্ত্রী সুজিত বসু। ঘটনায় গ্রেপ্তার করা হয় মহাম্মদ ওয়াসিম নামে এক প্রোমোটারকে।
এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “বাম জামানা থেকেই বেশ কয়েকটি জায়গায় বেআইনিভাবে বহুতল নির্মিত হয়েছে। তখন প্রোমোটাররা বলতেন যে অনুমোদনের জন্য বিএলআরও অফিসে যেতে যেতে চোটি ক্ষয়ে যায় এবং সেই কারণেই তা নিজেরা ঝুঁকি নিয়ে তৈরি করতেন। যদিও আমরা আসার পর থেকে ঠিকাদারদের সিন্ডিকেট অনেকটাই কমেছে এবং এখন ই টেন্ডারে কাজ হয়। তবুও এখানে বেআইনি নির্মাণ হয়েছে।”
ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, “আমি খুবই দুঃখিত কারণ রমজান মাসে এমন একটি দুর্ঘটনা ঘটলো বলে। এটি অত্যন্ত ঘিনজি এলাকা এবং আমি নিশ্চিত যে এই বেআইনি নির্মাণ গুলি দীর্ঘদিনের। আমি মেয়রকে জিজ্ঞেস করেছিলাম এই নির্মাণের অনুমতি ছিল কিনা এবং উনিও জানালেন যে ছিলোনা। বেআইনি নির্মাণের জন্যই এমন দুর্ঘটনা ঘটে। শুনেছি কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে। আমি তাদের এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করবো। আমি আপনাদের কথা দিলাম যে এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”
এরপরই তৃণমূল সুপ্রিম ও সরাসরি চলে যান সেই নার্সিংহোমে যেখানে ভর্তি রয়েছেন আহতরা। তাদের সঙ্গে দেখা করার পর বেরিয়ে এসে তিনি বলেন, “আমি সকলকে দেখে গেলাম। সবারই অবস্থা এখন স্থিতিশীল। আমি স্বাস্থ্য সচিবকে বলেছি খেয়াল রাখতে। এছাড়া আমাদের জনপ্রতিনিধিরাও সবকিছু নজরে রাখবেন।”
অন্যদিকে বিরোধীরা বিন্দুমাত্র দেরি করেনি তোপ দাগতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেল থেকে মেয়র ফিরহাদ হাকিম ও কাউন্সিলার শামস ইকবালকে কটাক্ষ করে তিনি বলেন, “এটি তৃণমূলের তৈরি বিপর্যয়। ওই এলাকায় এমন ৮০০টি বেআইনি নির্মাণ রয়েছে। এর পেছনে হাত রয়েছে মেয়র ফিরহাদ হাকিম ও কাউন্সিলার শামস ইকবালের। দুজনকে অবিলম্বে গ্রেফতার করা হোক। এলাকাবাসীদের তিনি সুরক্ষা দিতে পারেননি। যেই প্রোমোটাররা এই বেআইনি নির্মাণগুলির সঙ্গে যুক্ত, তারা সকলেই শামস ইকবালের ঘনিষ্ঠ। যে কোটি টাকা দামের লাল রঙের গাড়ি উনি নিয়ে চলেন, তার নিচে চাপা পড়ে রয়েছেন বহু মানুষ।” অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কাটমানির প্রসঙ্গ তোলেন ঘটনাকে কেন্দ্র করে। তিনি লেখেন, “শামস ইকবাল মেয়রকে ম্যানেজ করে এসব প্রশ্রয় দিয়েছেন।” এদিকে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য ফিরহাদ হাকিমের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করেছেন, “দীর্ঘ ১০-১১ বছর ধরে যে বেআইনি নির্মাণগুলি হচ্ছে, তার কি কোন দায় নেই তৃণমূলের? ওরা কি কিছুই জানতে পারেনি পুরসভায় ক্ষমতায় আসার পর।”
অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে নিজের অবস্থান প্রকাশ্যে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার, অর্থাৎ ১৮ই মার্চ, তাঁর একটি জনসভা রয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। সেখানে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই দুর্ঘটনা প্রসঙ্গে নিজের মুখ খোলেন। তিনি বলেন, “যেটা ঘটেছে, সেটা অত্যন্ত দুঃখজনক। আপাতত সেখানে উদ্ধার কাজ চলছে এবং আমি আশা করছি যে দ্রুত সকলকে উদ্ধার করে আনা হবে। রইলো কথা বিরোধীদের, তাহলে আমি এটাই তাদের বলবো যে আপনারা রাজনীতি করার অনেক সুযোগ পাবেন। যদি তা করতেই হয় ঘটনার ৪৮ ঘন্টা কাটার পর করুন। এখন আপাতত ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলির পাশে গিয়ে দাঁড়ান এবং ওদের সাহায্য করুন।”
ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরাল কমিশন! কটাক্ষ তৃণমূল কংগ্রেসের
লোকসভা নির্বাচন ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরাল কমিশন। তাঁর পরিবর্তে নতুন ডিজি হলেন বিবেক সহায়। তবে শুধু বাংলা নয়, স্বরাষ্ট্র সচিব বদলি করা হয়েছে গুজরাট, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, মিজোরাম ও হিমাচল প্রদেশে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য যে বিজেপি সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহার করে প্রভাবিত করার চেষ্টা করছে নির্বাচনকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এবং তারা দাবি করেছে যে নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কমিশনের তরফ থেকে এমন রদবদল করা হয় এবং বিজেপিশাসিত রাজ্যগুলিতেও তা করা হয়েছে।
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।