নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। দেশের প্রতিটা প্রান্তে, কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
কমলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম! লোকসভা ভোটের আগে মোদির মাস্টারস্ট্রোক
দোরগোড়ায় লোকসভা নির্বাচন! সকল রাজনৈতিক দলই এই মুহূর্তে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে নিজেদের রাজ্যে জেতার জন্য। পাশাপাশি, একে অপরের দুর্নীতিকে হাতিয়ার করেও তুলে ধরছে সকলে। সবমিলিয়ে, বুদ্ধিযুদ্ধের লড়াই পৌঁছে গেছে তুঙ্গে।
তবে এই সবকিছুর মাঝে ফের মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কি সেই মাস্টারস্ট্রোক? দেশের গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ফের গ্যাসের দাম কমানো হলো। এপ্রিল মাসের প্রথমদিন থেকেই ৩০ টাকা করে কমলো বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এখানেই শেষ নয়, ৭.৫০ টাকা কমেছে প্রতিটি এফটিএল সিলিন্ডারের দামও। কিন্তু বদল হয়নি রান্নার গ্যাসের দামের।
চলতি বছরের প্রথম তিন মাস মিলিয়ে প্রায় ৪১ টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। কিন্তু লোকসভা নির্বাচন কাছে আসতেই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রের তরফ থেকে। কলকাতায় দাম কমেছে ৩২ টাকা, যার জেরে দাম দাঁড়িয়েছে ১৮৭৯ টাকা। অন্যদিকে, চেন্নাইয়ে কমেছে ৩০.৫০ এবং মুম্বাইতে ৩১.৫০ টাকা। রাজনৈতিক মহল মনে করছেন যে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই দাম কমানো ভোট বাড়াবে বিজেপির। আবার বিরোধী দলগুলির সমর্থকদের বক্তব্য, ভোটের পরে আবার দাম বাড়বে।
আরো অস্বস্তি বাড়লো আপের! ১৫ দিনের জেল হেফাজত অরবিন্দ কেজরিওয়ালের
লোকসভা নির্বাচনের আগে আরো চাপ বাড়লো আপের। আবগারি দুর্নীতি মামলায় দলের সুপ্রিমো, তথা দিল্লির মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরিওয়ালকে ১৫ দিনের জেল হেফাজতে পাঠালো রাউস অ্যাভেনিউ আদালত। স্বাভাবিকভাবেই, এই দুঃসংবাদ মাথায় বাজ পড়ার সমান আম আদমি পার্টির জন্য।
মার্চ মাসের ২১ তারিখে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন অরবিন্দ কেজরিওয়াল। এরপরই গোটা রাজধানীর রাজনৈতিক আবহাওয়া পাল্টে যায়। শুধু আপ নয়, গোটা ইন্ডিয়া জোট এই গ্রেফতারির বিরোধিতা করে। রবিবার, অর্থাৎ ৩১শে মার্চ, রামলীলা ময়দান থেকে এজেন্সি রাজের বিরুদ্ধে সুর চড়ান জোটের প্রভাবশালী নেতারা। পাশাপাশি, কেজরিওয়ালের স্ত্রী সুনিতাও দাবি করেন যে ধৃত মুখ্যমন্ত্রী সিংহ এবং বিজেপি তাঁকে বেশিদিন আটকে রাখতে পারবেনা।
তবে এতোকিছু করেও রেহাই পেলোনা কেজরিওয়াল। সোমবার মেয়াদ ফুরিয়েছিল তাঁর ইডি হেফাজতের। রাউস অ্যাভেনিউ কোর্টে ইডির তরফ থেকে জানানো হয় যে তদন্তে সাহায্য করেননি আপ প্রধান এবং সেই কারণেই তাঁকে নিজেদের হেফাজতে রাখা সম্ভব নয়। এরপরই আদালত কেজরিওয়ালকে তিহার জেলে পাঠানোর সিদ্ধান্ত নেয়। রাজনৈতিক মহল মনে করছেন যে নির্বাচনের আগে ব্যাকফুটে চলে গেল আপ।
আয়কর মামলায় স্বস্তি কংগ্রেসের! এখনই তাদের বিরুদ্ধে নেওয়া যাবেনা পদক্ষেপ
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বড় স্বস্তি পেল জাতীয় কংগ্রেস। আয়কর মামলায় ভোট নাম এটা পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হবেনা তাদের বিরুদ্ধে, জানিয়ে দিল কেন্দ্র সরকার। পাশাপাশি, জানিয়ে দেওয়া হলো এই মামলায় পরবর্তী শুনানির তারিখও। জানা গিয়েছে যে পরবর্তী শুনানি হবে ভোট গননার দেড় মাস পর, জুলাই মাসের ২৪ তারিখে।
সোমবার বিচারপতি বিভি নাগরত্না ও বিচারপতি এজি মসিহর এজলাসে কংগ্রেসের এই মামলা ওঠে। হাত শিবিরের হয়ে দাঁড়ান অভিষেক মনু সিংভি এবং গেরুয়া শিবিরের হয়ে প্রশ্ন করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। দুই পক্ষই নিজেদের বক্তব্য পেশ করেন।
তুষার মেহতা বলেন, “চলতি বছরে কংগ্রেস সরকারকে বকেয়া বাবদ ২০ শতাংশ আয়কর দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং এরপর ১৩৫ কোটি টাকা উদ্ধার করা হয়। এছাড়া পরে ১৭০০ কোটি টাকার দাবি জানানো হয়েছে। তবে যেহেতু আর কিছুদিন বাদে লোকসভা নির্বাচন শুরু হবে তাই এই মুহূর্তে আমরা কোনকিছুই করবোনা এই বিষয়ে। যা হবে সব ভোটের পর হবে।”
অন্যদিকে, অভিষেক মনু সিংভি বলেন, “জাতীয় কংগ্রেস একটা রাজনৈতিক দল। তারা কোন লাভজনক সংস্থা নয়। কিন্তু তা সত্ত্বেও তাদের কাছ থেকে ১৩৫ কোটি টাকা আদায় করা হয়েছে আয়কর বিভাগের তরফ থেকে সম্পত্তি জব্দ করে।” যদিও তুষার মেহতা স্পষ্ট করে দেন যে এই মুহূর্তে এর জবাব দেওয়া হবেনা। তিনি বলেন, “আমরা এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জবাব এখন দেবোনা। এই প্রসঙ্গে আমাদের যা বক্তব্য তা আপনাদের পরে জানানো হবে।”
উল্লেখ্য, আয়কর বিভাগের তরফ থেকে জাতীয় কংগ্রেসকে তিনটি নোটিশ পাঠানোর পর ক্ষুব্ধ হয়ে হাত শিবির। দলের বক্তব্য যে গেরুয়া শিবির তাদের ভয় পাচ্ছে এবং সেই কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে তারা সরে আসবেনা লড়াই থেকে। এমনকি ভারতের ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’ এটাও দাবি করেছেন যে এভাবে গণতন্ত্রে আঘাত আছে মোদি সরকার এবং এটি এক ধরনের ট্যাক্স টেরোরিজম চালানো হচ্ছে তাদের তরফ থেকে।
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।