রামনবমী স্পেশাল
নিউজ ডেস্ক: প্রিয় পাঠক দিনের শেষে বঙ্গ-ভারতী নিউজের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ সব খবর। রাজ্য থেকে দেশ, কি ঘটলো ‘আজ সারাদিন’? দেখে নিন একনজরে এবং জেনে নিন বিস্তারিতভাবে।
“ওরা দাঙ্গা লাগানোর চেষ্টা করবে”: রামনবমী নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
রামনবমীর প্রাক্কালে আবারো রাজ্যবাসীকে সতর্ক করলেন বাংলার মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ময়নাগুড়ির সভা থেকে তিনি ফের দাবি করলেন যে উৎসবের দিন অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা করছে গেরুয়া শিবির। এখানেই শেষ নয়, মঞ্চ থেকে তিনি আরও একটি বার্তা দিলেন সংখ্যালঘুদের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী জানালেন যে সংখ্যালঘুরা যেনো কোনরকমে অশান্তি বাড়াতে না দেন।
মঙ্গলবার, অর্থাৎ ১৬ই এপ্রিল, ময়নাগুড়িতে একটি জনসভার আয়োজন করা হয় বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের হয়ে প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখার জন্য দলের কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মঞ্চ থেকে তিনি একের পর এক ইস্যুকে হাতিয়ার করে আক্রমণ করেন বিজেপিকে। পাশাপাশি, সকলকে সতর্ক করেন রামনবমী নিয়েও।
মুখ্যমন্ত্রী বলেন, “আগামীকাল কিন্তু রামনবমী। বুধবার কিন্তু বিজেপি সবরকমভাবে চেষ্টা করতে পারে অশান্তি সৃষ্টি করার ও দাঙ্গা লাগানোর। তাই আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা সব সময় সতর্ক থাকবেন।(রামনবমী স্পেশাল) এছাড়া আমার সংখ্যালঘু ভাইদের কাছেও আমার একটি অনুরোধ রয়েছে। আপনাদেরকে আমি এটাই অনুরোধ করবো যে কোনরকমের কোন প্ররোচনায় পা দেবেন না এবং খেয়াল রাখবেন যাতে অশান্তি না বাড়ে।”
এরপর তরুণ প্রজন্মের উদ্দেশ্যেও মুখ্যমন্ত্রী একটি বিশেষ বার্তা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে। আমি তরুণ প্রজন্মের কাছে একটাই আবেদন করবো যে এই দেশটা আমাদের সকলের। তাই দেশটাকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচান। ওরা ভালো করেই বুঝতে পেরে গেছে যে ওরা জিতবেনা এবং সেই কারণেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে সকলকে ভয় দেখাচ্ছে। এছাড়া অত্যাচার ও অপপ্রচার করছে। এখন কেন্দ্রীয় এজেন্সিও বিজেপির সুরে কথা বলছে। ওরা সবাইকে বলছে বিজেপি করতে। ৪০০ তো দূরের কথা, ওরা এবার ২০০ পার করতে পারবেনা। তামিলনাড়ুতে স্তালিন, পঞ্জাবে অরবিন্দ, উত্তরপ্রদেশে অখিলেশ ও বাংলায় আমরা লড়াই করে জিতবো। বিজেপি অবস্থা শূন্যে এসে দাঁড়াবে।”
প্রসঙ্গত, শুক্রবার, অর্থাৎ ১৯শে এপ্রিল, শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম দফার ভোট হবে সেদিন। রয়েছে উত্তরবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্র। ইতিমধ্যেই, শেষ মুহূর্তের প্রস্তুতিতে লেগে পড়েছে তৃণমূল ও বিজেপি। এবার দেখার বিষয় যে শেষে কোন দল বাজিমাত করে।
“তৃণমূল ষড়যন্ত্র করেছিল রামনবমী রোখার”: বালুরঘাট থেকে বিস্ফোরক অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
একদিকে যখন রামনবমীর দিন বিজেপি চক্রান্ত করে দাঙ্গা লাগাতে পারে বলে সকলকে সতর্ক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেদিনই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আরও বড় অভিযোগ তুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কি অভিযোগ করেন তিনি? মঙ্গলবার বালুরঘাটের সভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন যে রামনবমী পালন রোখার জন্য সবরকম চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু শেষ অবধি তারা সফল হয়নি। এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেন(রামনবমী স্পেশাল) যে বুধবার পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে রামনবমীর শোভাযাত্রা বার করা হবে।
মঙ্গলবার, অর্থাৎ ১৬ই এপ্রিল, বালুরঘাটে একটি জনসভার আয়োজন করা হয় বাংলার প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এদিন বঙ্গ বিজেপি সভাপতি, তথা দলের প্রার্থী, সুকান্ত মজুমদারের হয়ে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে দেখার জন্য দলের কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মঞ্চ থেকে তিনি একের পর এক ইস্যুকে হাতিয়ার করে আক্রমণ করেন তৃণমূলকে। পাশাপাশি, সকলকে একটি বিশেষ বার্তা দেন রামনবমী নিয়েও।
প্রধানমন্ত্রী বলেন, “আজ মহাষ্টমী আর আগামীকাল রামনবমী পালন করতে চলেছে গোটা ভারতবর্ষ। কিন্তু এই বছরের রামনবমী অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু রামনবমী নয়, এবারের নবরাত্রি ও বাংলার নববর্ষও অত্যন্ত গুরুত্বপূর্ণ। (রামনবমী স্পেশাল)এটা প্রথম রামনবমী যখন রামলালা বিরাজমান আছেন অযোধ্যার রামমন্দিরে।” এরপরই সরাসরি তৃণমূলকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “তবে আমি এটা ভালো করে জানি যে যেটা এতো বছর ধরে হয়ে এসেছে, এবারও সেটারই চেষ্টা করা হয়েছিল।”
তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “এবারও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সবদিক দিয়ে চেষ্টা করা হয়েছিল রামনবমী রোখার। ওরা সব পরিকল্পনাই করে ফেলেছিল। কিন্তু দিনের শেষে ওরা আবার ব্যর্থ হলো। সত্যের জয় সর্বদাই হয় এবং সেই কারণেই অনুমতি এসে গেছে আদালতের থেকে। আগামীকাল রামনবমীর শোভাযাত্রা বেরোবে পুরো শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে।”
উল্লেখ্য, রামনবমী নিয়ে ইতিমধ্যেই রাজ্যবাসীকে সতর্ক করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “বুধবার রামনবমীর দিন বিজেপি সবরকমভাবে চেষ্টা করবে দাঙ্গা লাগানোর।(রামনবমী স্পেশাল) তাই আমি সকল সংখ্যালঘু ভাইদের অনুরোধ করবো যে আপনারা কোনরকমের কোন প্ররোচনায় পা দেবেন না এবং অশান্তি এড়িয়ে যাবেন।”
‘আজ সারাদিন’ আজ এই পর্যন্তই। আগামীকাল আমরা ফের আপনাদের কাছে ফিরে আসবো দিনের সব নজরকাড়া খবর নিয়ে। ধন্যবাদ। শুভরাত্রি।