দেবজিৎ মুখার্জি: সম্প্রতি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়া নিয়ে শুরু হয়েছে চারিদিকে চর্চা। এমন পরিস্থিতিতে এবার হাত-শিবিরের তরফ থেকে জানানো হলো যে কেন তৃণমূল সুপ্রিমোকে জোটের নেত্রী করা উচিত নয়। নিজের এক হ্যান্ডেলে তার ব্যাখ্যা দেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
তিনি লেখেন, “দেশের মানুষ রাহুল গান্ধীর উপর আস্থা রেখে তাঁকে বেছে নিয়েছেন বিরোধী দলনেতা হিসাবে। তৃণমূল আর বিজেপি লড়ে প্রতি পাঁচ বছর অন্তর। কিন্তু কংগ্রেস প্রতিদিন লড়াই করে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল বহু ইস্যুতে আওয়াজ ওঠায় না যা বিজেপিকে অক্সিজেন জোগায়। শুধু উপরাষ্ট্রপতি ভোটে বিরত থাকা নয়, ভোটের আগে জগদীপ ধনখড় ও হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে মিটিংও হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।”
তিনি আরো লেখেন, “তৃণমূল গোয়া, উত্তরপূর্বে টাকা দিয়ে জেতার চেষ্টা করেও সফল হয়নি। বাংলাতেই সীমাবদ্ধ ওরা। বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়তে তো চায়না, উল্টে কংগ্রেসের ভোট কাটে। এখন গোটা দেশ প্রশ্ন করছে ইভিএম, আদানি, সেবি, কাস্ট সেনসাস নিয়ে।”