দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বলে দাবি করলেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। মৃত্যুভয়কে পেছনে ফেলে তিনি স্পষ্ট জানালেন, “সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা এবং মানবাধিকার রক্ষার্থে আমি লড়াই করবো। বাংলাদেশের কিছু সংবাদমাধ্যম যা দাবি করছে তা একেবারেই ঠিক নয়। আমি কিন্তু ষড়যন্ত্র করতে পশ্চিমবঙ্গে আসিনি। আমি যেমন একজন আইনজীবী, তেমন একজন মানবাধিকার কর্মীও।” এদিন তাঁকে সংবর্ধনা দেন ব্যারাকপুর কোর্টের আইনজীবীরা এবং দেখা করতে আসেন কার্তিক মহারাজ ও বিজেপি নেতা অর্জুন সিং।