দেবজিৎ মুখার্জি: বাংলাদেশের লাগাতার হিন্দু নির্যাতন ও তাদের ধর্মীয়স্থানে হামলা আতঙ্কিত করেছে সেই দেশের হিন্দু সহ গোটা ভারতবর্ষকে। সকলেই তীব্র দীক্ষার জানিয়েছেন এমন নৃশংস অত্যাচারের। এমন পরিস্থিতিতে এবার সংসদে দাঁড়িয়ে এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। এমিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান যে সেখানকার পরিস্থিতি চিন্তায় ফেলেছে কেন্দ্র সরকারকে। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে সেখানকার বেশ কয়েকটি হামলার ঘটনা সরকারের চোখে এসেছে।
শুক্রবার সংসদে বাংলাদেশ ইস্যু নিয়ে এমিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন ছুড়ে দেন বিদেশমন্ত্রীকে। তিনি জিজ্ঞেস করেন, “১০ বিলিয়ন ডলার ধার্য করা হয়েছে বাংলাদেশের উন্নয়ন খাতে। কিন্তু কেন্দ্র সরকার কি পদক্ষেপ নিয়েছে সেখানকার হিন্দুদের ও মন্দিরগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে?” এই প্রশ্নের উত্তরে নিজের অবস্থান স্পষ্ট করেন জয়শংকর। পাশাপাশি, তিনি এটাও জানিয়ে দেন যে কি পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
জয়শংকর বলেন, “বাংলাদেশের পরিস্থিতি আমাদের চিন্তায় ফেলেছে। সেখানকার হিন্দুরা যেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। আমরা আশা করেছিলাম যে বিদেশ সচিবের ঢাকা সফরের পর বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। কিন্তু তারপরেও আমাদের নজরে এসেছে সেখানকার বেশ কয়েকটি হামলার ঘটনা।”